৬ মাসে জেলায় ২৭৬ জন যক্ষ্মা রোগি সনাক্ত

চাঁপাইনবাবগঞ্জে গত ৬ মাসে ২৭৬ জন যড়্গা রোগি সনাক্ত হয়েছে। শুক্রবার জাতীয় যক্ষ্মা ও তামাক নিয়ন্ত্রণ কর্মসূচি সফল করার লড়্গে এবং গণসচেতনা বৃদ্ধিতে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক এ্যাডভোকেসী সভায় এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন, জেলা নাটাবের সভাপতি মনিম উদ দৌলা চৌধুরী। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ বড়্গব্যাধী ক্লিনিকের জুনিয়র কনসালটেন্ট ডা. অসিত সরকার। প্রধান আলোচক ছিলেন, একই ক্লিনিকের মেডিক্যাল অফিসার ডা. আকতার হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা নাটাবের সাধারণ সম্পাদক ইকবাল মনোয়ার খান চান্না, চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোসত্মফা মন্টু, জেলা প্রেস ক্লাবের সহসভাপতি জোনাব আলী। শহরের শিশু শিড়্গা নিকেতনের সম্মেলন কড়্গে আয়োজিত সভায় যড়্গা নিয়ন্ত্রনে সাংবাদিকরা গুরম্নত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন বলে অভিমত প্রকাশ করা হয়।
সভায় জানানো হয়, গত জানুয়ারি থেকে জুন পর্যনত্ম ২ হাজার ৪০৬জনের যক্ষ্মা পরীড়্গা করে ২৭৬জনকে সনাক্ত কার হয়েছে। এর মধ্যে ১২০ জন গুরম্নতর।

, ,