ভোলাহাট ও গোমস্তাপুরে বজ্রপাতে দু’জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট ও গোমস্তাপুর উপজেলায় পৃথক বজ্রপাতে শিশুসহ ২ জনের মৃত্যু ও ৪ জন আহত হয়েছেন। মৃতরা হলেন- ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের আদমপুর গ্রামের জমসেদ আলীর ছেলে ঝাটু (৩৮) ও গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার খয়রাবাদ এলাকার ভাসানীর মেয়ে সানজিদা খাতুন (৭)।
ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগলুল হক বলেন- সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বৃষ্টির সময় বজ্রপাত হলে বাড়ির উঠানে কাজ করার সময় আদমপুর গ্রামের জমসেদ আলীর ছেলে ঝাটু (৩৮) মারা যান। এ ছাড়া ইউনিয়নে পৃথক আরও দুটি বজ্রপাতে বাড়িতে কাজ করার সময় আদমপুর গ্রামের তৈয়ব আলীর স্ত্রী সুফিয়া বেগম (৫০) মজাহার আলীর স্ত্রী শ্যামলী বেগম (৪০) আহত হন।
অন্যদিকে, ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে- উপজেলার খালেআলমপুর গ্রামের আনিসুর রহমানের মেয়ে মঞ্জুয়ারা (২০), একই গ্রামের মামুন আলীর স্ত্রী মমতাজ বেগম (১৪) বজ্রপাতে আহত হয়ে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ আহম্মেদ বলেন-রহনপুর পৌর এলাকার ঝাপাই বিলে মাছের ঘের পাহারা দেওয়ার সময় বজ্রপাতে সানজিদা খাতুন নামে এক শিশুর মৃত্যু হয়।

,