আলাতুলি ও নারায়নপুর ইউনিয়নে এসেডোর ৮০ টি ছাগল বিতরণ

সদর উপজেলার নারায়নপুর ইউনিয়ন ও আলাতুলী ইউনিয়নে কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড এর সহযোগিতায়, আইরিশ এইড এর অর্থায়নে , স্থানীয় সংস্থা এসেডো নদী ও জীবন-২ প্রকল্পের আওতায় মোট ১শ’টি হত দরিদ্র পরিবারের মাঝে বিনা মুল্যে ছাগল বিতরন করা হয়েছে। এর মধ্যে আলাতুলী ইউনিয়নে ২০ টি এবং নারায়নপুর ইউনিয়নে ৮০ টি ছাগল বিতরন করা হয়।
নারায়নপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: আলমগীর কবির উপস্থিত থেকে ছাগল গুলো বিতরন করেন । ছাগল বিতরন কালে আরো উপস্থিত ছিলেন এসেডো নির্বাহী পরিচালক কৃষিবিদ মো. রবিউল আলম, নদী ও জীবন-২ প্রকল্প ব্যবস্থাপক মো. নুরুল ইসলাম, মহিলা সদস্য মোসা: জোসনা বেগমসহ অন্যান্যরা। গত ২৪ আগস্ট থেকে এইসব বিতরণ করা হয়।
ছাগল বিতরনণ অনুষ্ঠানে এসেডো নির্বাহী পরিচালক কৃষিবিদ রবিউল আলম এসেডো নদী ও জীবন-২ প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য উপস্থাপন করেন এবং ছাগল পালনের বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচলা করেন ।

,