শিবগঞ্জে স্ত্রী’র পরকীয়ায় বাধা দিতে গিয়ে প্রাণ গেল স্বামী’র

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুরে গতকাল রোববার আব্দুস সালাম (৫৫) নামের এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের দাবি স্ত্রীর পরকীয়া প্রেমে বাধা দিতে গিয়ে প্রাণ দিতে হয়েছে সালামকে।
পুলিশ ও স'ানীয় সূত্র জানিয়েছে, পরকীয় প্রেমের সূত্রধরে ভোর ৫টার দিকে শ্যামপুর ইউনিয়নের সদাশিবপুর দক্ষিন টিকস গ্রামের আব্দুস সালামের বাড়িতে ঢোকে একই গ্রামের আলতাফ হোসেন। সালাম তার স্ত্রী শাহানা বেগমের সঙ্গে আলতাফকে অপ্রীতিকর অবস'ায় ধরে ফেলে। এ সময় সালাম ও আলতাফের মধ্যে ধ্বসত্মাধ্বসিত্মর এক পর্যায়ে আলতাফ সালামকে আঘাত করে পালিয়ে যায়। পরে আহত অবস'ায় সালামকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস'ল থেকে লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান আশিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ পরকীয়ার বিষয়টি আমরাও শুনেছি। তবে, শাহানার পরিবার বলছে এটি অপপ্রচার। নিশ্চিত হওয়ার জন্য লাশ ময়না তদনেত্মর জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে’।
তিনি জানান, এ ঘটনায় প্রাথমিকভাবে একটি ইউডি মামলা দায়ের হয়েছে। @ স্টাফ রিপোর্টার

,