জামায়াতের বিড়্গোভ মিছিল অনুষ্ঠিত
বিচারপতিদের অপসারণ আইন (অভিশংসন) প্রনয়নের প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যেগে মঙ্গলবার বিকেলে বিড়্গোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শহরের বড় ইন্ডারা মোড় হতে মিছিলটি শুরম্ন হয়ে বাতেন খার মোড়ে এসে সংড়্গিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্ব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সিনিয়র নায়েবে আমীর লতিফুর রহমান, সদর উপজেলা আমীর আবু বাক্কার। এছাড়াও উপসি'ত ছিলেন জেলা সেক্রেটারী আবুজার গিফারী, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মাওলানা সোহরাব আলী, শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মাওলানা সইবুর আলী প্রমুখ। সমাবেশে বক্তারা বিচারপতিদের অপসারণ আইন (অভিশংসন) প্রনয়নের প্রতিবাদ জানান এবং সরকারের কঠোর সমালোচনা করেন। @ মেহিদি হাসান