শিবগঞ্জে এমপির ডিও লেটার মানছেন না কারিগরি কলেজ অধ্যক্ষ
শিবগঞ্জে সংসদ সদস্যের ডিও লেটারকে (আধা সরকারি পত্র) অমান্য করে আলহাজ শরীফ আহমেদ কারিগরি বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের অধ্যক্ষ কাইমুর রহমান বিনোদপুর মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপককে সভাপতির পদের দায়িত্ব দিচ্ছেন না। ‘জটিলতা’র কথা বলে কলেজ অধ্যড়্গ সভাপতি পদ নিয়ে গড়িমসি শুরম্ন করেছেন বলে অভিযোগ করা হয়েছে।
জানা গেছে, ৪৩ চাঁপাইনবাবগঞ্জ ১ শিবগঞ্জ আসদের সংসদ সদস্য গোলাম রাব্বানীর স্বাক্ষরিত একটি ডিও লেটার গত ১১জুন তারিখে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের আলহাজ শরীফ আহমেদ কারিগরি উচ্চবিদ্যালয় ও মহাবিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠন করার ক্ষেত্রে বিনোদপুর স্নাতক মহাবিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোহাঃ তরিকুল আলমকে সভাপতি করে পূর্নাঙ্গ কমিটি গঠন ও অনুমোদনের জন্য প্রয়োজনীয় ব্যবস'া গ্রহনের নির্দেশ দেন।
কিন' অধ্যাক্ষ মোহাঃ কাইমুর রহমান অদ্যবধি কোন ব্যবস'া গ্রহণ করেননি।
সভাপতি জন্য মনোনিত সহকারী অধ্যাপক তরিকুল আলম অভিযোগ করে বলেন অধ্যাক্ষ কাইমুর রহমান স'ানীয় দুইজন প্রভাবশালী ব্যক্তির ইঙ্গিতে আমাকে সভাপতির পদ ছাড় না দিয়ে প্রায় আড়াই মাস থেকে গঁড়িমসি করছেন।
এ ব্যাপারে অধ্যাক্ষ কাইমুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি তরিকুলের অভিযোগ অস্বীকার করে বলেন নানাবিদ জটিলতার কারনে সভাপতির পদে সহকারী অধ্যাপক তরিকুল আলমকে ছাড় দেয়া যাচেছ না। এ সময় তিনি সংবাদ পরিবেশন করতে অনুরোধ করেন। @ সফিকুল ইসলাম সফিক
জানা গেছে, ৪৩ চাঁপাইনবাবগঞ্জ ১ শিবগঞ্জ আসদের সংসদ সদস্য গোলাম রাব্বানীর স্বাক্ষরিত একটি ডিও লেটার গত ১১জুন তারিখে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের আলহাজ শরীফ আহমেদ কারিগরি উচ্চবিদ্যালয় ও মহাবিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠন করার ক্ষেত্রে বিনোদপুর স্নাতক মহাবিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোহাঃ তরিকুল আলমকে সভাপতি করে পূর্নাঙ্গ কমিটি গঠন ও অনুমোদনের জন্য প্রয়োজনীয় ব্যবস'া গ্রহনের নির্দেশ দেন।
কিন' অধ্যাক্ষ মোহাঃ কাইমুর রহমান অদ্যবধি কোন ব্যবস'া গ্রহণ করেননি।
সভাপতি জন্য মনোনিত সহকারী অধ্যাপক তরিকুল আলম অভিযোগ করে বলেন অধ্যাক্ষ কাইমুর রহমান স'ানীয় দুইজন প্রভাবশালী ব্যক্তির ইঙ্গিতে আমাকে সভাপতির পদ ছাড় না দিয়ে প্রায় আড়াই মাস থেকে গঁড়িমসি করছেন।
এ ব্যাপারে অধ্যাক্ষ কাইমুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি তরিকুলের অভিযোগ অস্বীকার করে বলেন নানাবিদ জটিলতার কারনে সভাপতির পদে সহকারী অধ্যাপক তরিকুল আলমকে ছাড় দেয়া যাচেছ না। এ সময় তিনি সংবাদ পরিবেশন করতে অনুরোধ করেন। @ সফিকুল ইসলাম সফিক