আদিবাসী নারীকে মারধর ও যৌন নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জের গোমসত্মাপুর উপজেলার আদিবাসী নারী ইউপি সদস্যকে মারধর ও যৌন নির্যাতনের প্রতিবাদে মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও বিড়্গোভ সমাবেশ করেছে আদিবাসীরা।
সকালে শহরের শহীদ সাটু হল মোড়ে জাতীয় আদিবাসী পরিষদের ব্যানারে আদিবাসীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেত্ববৃন্দ মানববন্ধনে অংশ নেয়। প্রায় ঘন্টাব্যাপি চলা মানববন্ধন শেষে একটি বিড়্গোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদড়্গিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, আদিবাসী নেতা বিমল চন্দ্র রাজোয়ার, হিঙ্গু মুর্মু, বঙ্গপাল সরকার। বক্তারা বলেন, সোমবার গোমসত্মাপুরের জিনারপুরে কৃষি জমিতে কাজ করার সময় ওই আদিবাসী নারী ইউপি সদস্যকে সংঘবদ্ধ জালিয়াত চক্র মারধর করে এবং যৌন নির্যাতন চলায়। তারা হামলাকারীদের গ্রেফতার বিচার দাবি করেন। 

, ,