গাজায় গণহত্যার প্রতিবাদে সমাবেশ ॥ ইসরায়েলি পণ্য বর্জনের আহবান

গাজায় ইসরায়েলী হামলা ও গণহত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জ শহরে সোমবার বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মতিনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
সকাল ১০ টায় পৌরসভা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শহীদ স্মৃতি নাম ফলকের পাদদেশে সমাবেশে মিলিত হয়। পৌর মেয়র মাওলানা আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, কাউন্সিলর আব্দুল বারেক, মাওলানা আব্দুল বাসির, সাংবাদিক এমরান ফারম্নক মাসুম, জেলা জাসদের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মনিরম্নজ্জামান মনির, সাম্যবাদি দলের নেতা কামাল উদ্দিন, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শাহজাহান আলী, গণআজাদী লীগ নেতা সাজেমান আলী প্রমুখ।
সমাবেশে গাজায় গণ হত্যার তীব্র নিন্দা জানানো হয় এবং ইসরায়েলি পণ্য বর্জনের আহবান জানানো হয়।
শেষে ফিলিসিত্মনী নাগরিকদের রক্ষায় বিশেষ মোনাজাত করা হয়।