শত্রু’র মুখে ছাই পড়েছে, মোদি সরকারের সঙ্গে সুসর্ম্পক বিরাজমান আছে- যোগাযোগ মন্ত্রী

যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের আমলে দেশে সড়ক যোগাযোগ ব্যবস'ার প্রভুত উন্নতি হয়েছে। এই বৃষ্টির মধ্যেও উত্তরাঞ্চলের সড়কগুলো অনেক ভাল রয়েছে। তিনি জানান, আগামী ২০১৮ সালের মধ্যে দেশে সড়ক যোগাযোগ ক্ষেত্রে বৈপস্নবিক পরিবর্তন আসবে। সড়ক পথে বিটুমিনের পরিবর্তে কংক্রিট ব্যবহার করা পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, পণ্যবাহী ট্রাকগুলোতে অতিরিক্ত পণ্যবহনের জন্য রাসত্মাগুলোর বেহালদশা হচ্ছে। পণ্যবাহী ট্রাকে ২০ টন এমনকি ৪০/৫০টন পর্যনত্ম মালামাল বহন করা হচ্ছে। এটি নিয়ন্ত্রণ হওয়া দরকার। এ জন্য সবাইকে সহযোগিতা করতে হবে। তিনি বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স'ল বন্দর এলাকায় এক্সেল লোড নিয়ন্ত্রণ কেন্দ্র উদ্বোধন কালে সাংবাদিকদের এ কথা বলেন।
সীমানত্ম জেলায় সফরে এসে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, ভারতের বর্তমান মোদি সরকারের সঙ্গে বাংলাদেশের শেখ হাসিনা সরকারের চমৎকার বন্ধুত্বপূর্ণ সর্ম্পক বিদ্যমান রয়েছে। এর ফলে আমাদের বহুদিনের সীমান- সমস্যাসহ অন্যান্য সমস্যাগুলো সমাধানে দৃশ্যমান ইতিবাচক অগ্রগতি লড়্গ্য করছি। এ নিয়ে সীমান- এলাকার মানুষের কোন দুশ্চিন-া করার কারণ নেই। তিনি বলেন নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার নির্বাচিত হওয়ার পর অনেকে আশংকা করছিল যে শেখ হাসিনার সরকারের সঙ্গে সর্ম্পক ভাল থাকবেনা। কিন' শত্রম্নর মুখে ছাই পড়েছে। বাংলার জনগন দেখছে মোদি সরকারের সঙ্গে সুসর্ম্পকই বিরাজমান আছে।
সকালে মন্ত্রী হেলিকপ্টার যোগে চাঁপাইনবাবগঞ্জে এসে পৌছলে স'ানীয় সংসদ সদস্যবৃন্দ ও দলীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। পরে সোনামসজিদ স'ল বন্দর সংলগ্ন বালিয়াদিঘী কয়লাবাড়িতে এক্সেল লোড নিয়ন্ত্রণ কেন্দ্রের উদ্বোধন করেন। এ সময় মন্ত্রী সোনামসজিদ মহাসড়কসহ চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সড়ক ও সোনামসজিদ স'ল বন্দরের খোজখবর নেন। লোড নিয়ন্ত্রণ কেন্দ্র উদ্বোধনকালে মন্ত্রীর সঙ্গে ছিলেন, সংসদ সদস্য গোলাম রাব্বানী, আব্দুল ওদুদ, গোলাম মোস-ফা বিশ্বাস, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মইনুদ্দীন মন্ডল, চাঁপাইনবাবগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আশরাফুল ইসলাম, পুলিশ সুপার বশির আহম্মদ পিপিএম।
একই সময় যোগাযোগ মন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ উত্তর মলিস্নক গোমসত্মাপুর সড়কের হোগলা সেতু’র উদ্বোধন করেন।