পানি শোধনাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন ॥ সুপেয় পানি পাবে ৭০ ভাগ পৌরবাসী
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় শুক্রবার ভ’ উপরিস্থ’ পানি শোধনাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। পৌরসভার ১ নং ওয়ার্ডের হুজরাপুরস্থ পানির ট্যাংকি প্রাঙ্গনে এই শোধনাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, স্থানীয় সংসদ সদস্য আব্দুল ওদুদ। এ উপলক্ষে সেখানে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পৌর মেয়র আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রশাসক মইনুদ্দীন মন্ডল, উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন, সাবেক পৌর চেয়ারম্যান আতাউর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বাহার উদ্দিন মৃধা, পৌরসভার নির্বাহী প্রকৌশলী সাদেকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে জানানো হয় জিওবি’র অর্থায়নে ‘৩৭ জেলা শহরে পানি সরবরাহ প্রকল্প’র আওতায় নির্মাণাধীন এই কাজে ব্যয় হবে ৯ কোটি ৯৯ লাখ ৯৫ হাজার ২৯২ টাকা। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করছে। বাস্তবায়ন মেয়দ ২ বছর। প্রকল্পটি নির্মাণ কাজ শেষ হলে মহানন্দা নদী থেকে পানি উত্তোলন করে তা শোধনের পর পাইপলাইনের মাধ্যমে সরবরাহ দেয়া হবে এবং পৌরসভার ৭০ ভাগ নাগরিক সুপেয় পানি সরবরাহ পাবে বলে জানানো হয়। এই শোধনাগারের উৎপাদন ক্ষমতা প্রতি ঘন্টায় ৩৫০ ঘঃমিঃ।
আগামী একবছরের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার চিত্র পাল্টে যাবে উল্লেখ করে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আব্দুল ওদুদ বলেন, খরা প্রবন বরেন্দ্র অঞ্চলে মানুষ বাঁচাতে এবং অধিক ফসল উৎপাদনের জন্য ভূগর্ভস্থ পানি ব্যবহার করেছি। ফলে পানির স্তর নিচে নেমে যাচ্ছে। বূগর্ভস্থ পানি উত্তোলনের ফলে একদিকে যেমন লাভ হয়েছে অন্যদিকে ক্ষতি হচ্ছে। তাই ভূউপরিস্থ পানি কাজে লাগানোর চেষ্টা করা হচ্ছে । এ প্রসঙ্গে তিনি বলেন, মহানন্দা নদীর পানি ধরে রেখে সেই পানি জমিতে ব্যবহারসহ জনসাধরণের পানের ব্যবস্থার জন্য ২৫০ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে। এই প্রকল্ডের আওতায় নদী খনন ও রাবার ড্যাম নির্মাণ করা হবে। তিনি বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ি ৫০ কোটি টাকা ব্যয়ে সদর উপজেলায় মহানন্দা নদীর সাহেবের ঘাটে একটি সেতু নির্মাণ কাজ প্রায় শেষের পথে। চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-আমরুরা-রহনপুর রেল লাইন নির্মাণ করা হয়েছে। সদর হাসপাতালকে ১শ’ থেকে ২৫০ শয্যায় উন্নীত করা হয়েছে।
আগামী একবছরের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার চিত্র পাল্টে যাবে উল্লেখ করে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আব্দুল ওদুদ বলেন, খরা প্রবন বরেন্দ্র অঞ্চলে মানুষ বাঁচাতে এবং অধিক ফসল উৎপাদনের জন্য ভূগর্ভস্থ পানি ব্যবহার করেছি। ফলে পানির স্তর নিচে নেমে যাচ্ছে। বূগর্ভস্থ পানি উত্তোলনের ফলে একদিকে যেমন লাভ হয়েছে অন্যদিকে ক্ষতি হচ্ছে। তাই ভূউপরিস্থ পানি কাজে লাগানোর চেষ্টা করা হচ্ছে । এ প্রসঙ্গে তিনি বলেন, মহানন্দা নদীর পানি ধরে রেখে সেই পানি জমিতে ব্যবহারসহ জনসাধরণের পানের ব্যবস্থার জন্য ২৫০ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে। এই প্রকল্ডের আওতায় নদী খনন ও রাবার ড্যাম নির্মাণ করা হবে। তিনি বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ি ৫০ কোটি টাকা ব্যয়ে সদর উপজেলায় মহানন্দা নদীর সাহেবের ঘাটে একটি সেতু নির্মাণ কাজ প্রায় শেষের পথে। চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-আমরুরা-রহনপুর রেল লাইন নির্মাণ করা হয়েছে। সদর হাসপাতালকে ১শ’ থেকে ২৫০ শয্যায় উন্নীত করা হয়েছে।