বিশ্ব পরিবেশ দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে বৃহস্পতিবার বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালী, আলোচনা ও বৃক্ষ রোপন, চিত্রাংকন এবং রচনা প্রতিযোগিতা কর্মসুচীর আয়োজন করে জেলা প্রশাসন ।
“হতে হবে সোচ্চার, সাগরের উচ্চতা বাড়াবোনা আর” এ শ্লোগানকে সমানে রেখে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে পরিবেশ দিবসের র‌্যালীর উদ্বোধন করেন, জেলা প্রশাসক সরদার সরাফত আলী। এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার বশির আহম্মদ পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. কেএম কামরুজ্জামান সেলিম, পল্লী বিদ্যুৎ সমিতির জিএম হাসান শাহনেওয়াজসহ অন্যান্যরা।
জেলা প্রশাসন ও বিভিন্ন বেসরকারী সংগঠন ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহণে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে হরিমোহন সরকারী উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে হরিমোহন সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে গাছের চারা রোপন করেন অতিথিরা। চিত্রাংকন ও শেষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়িদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।