সরকারি কর্মকর্তাদের সাথে দ্বিপচরের উপকারভোগিদের সংলাপ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৃহস্পতিবার দ্বীপচরের উপকারভোগিদের সংলাপ অনুষ্ঠিত হয়েছে। কনসার্ণ ওয়ার্ল্ডওয়াইডের সহযোগিতায় এসেডো নদী ও জীবন-২ প্রকল্প সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই সংলাপের আয়োজন করে। এসেডোর নির্বাহী পরিচালক রবিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. চিত্রলেখা নাজনীন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা ড. এম আজিজুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা হামিদুল ইসলাম, উপজেলা বিআরবি কর্মকর্তা শামসুর রহমান, শাহজাহন আলী, অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা আবুল হোসেন পাটোয়ারীসহ অন্যান্যরা। সংলাপে চরবাসীর দুঃখ-দুর্দাশা এবং নদী ও জীবন-২ প্রকল্পের আওতায় উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন উপকারভোগিদের মধ্যে নারায়নপুর ইউনিয়নের উপকারভোগি হামেশা খাতুন ও শওকত আরা বেগম। সংলাপে অংশগ্রহণকারী কমিউনিট বেজ অর্গানাইজেশনের নারী সদস্যরা বলেন, যোগাযোগ ব্যবস্থা খারাপ হওয়ায় প্রসুতি মা হাসপাতালে আসার আগেই মারা যায়। সরকারি বরাদ্দও অপ্রতুল। তারা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎককে নিয়মিত বসার ব্যবস্থা ও সরকারি বরাদ্দ বৃদ্ধির দাবি জানান।
স্বাস্থ্য কেন্দ্র ঞথাকা সত্বেও চিকিৎসক না থাকার কারণে কোন প্রসুতি মা মারা গেলে লিখিত আকারে অভিযোগ দায়ের করার জন্য আহবান জানান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. চিত্রলেখা নাজনীন। তিনি বাল্য বিয়ে প্রতিরোধেরও আহবান জানান।
স্বাস্থ্য কেন্দ্র ঞথাকা সত্বেও চিকিৎসক না থাকার কারণে কোন প্রসুতি মা মারা গেলে লিখিত আকারে অভিযোগ দায়ের করার জন্য আহবান জানান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. চিত্রলেখা নাজনীন। তিনি বাল্য বিয়ে প্রতিরোধেরও আহবান জানান।