মহান মুক্তিযুদ্ধের সংগঠক ভুতু উকিল মারা গেছেন
মহান মুক্তিযুদ্ধে অন্যতম সংগঠক, মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট রূপেন্দ্রনাথ রায় চৌধুরী (ভুতু উকিল) বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় চাঁপাইনবাবগঞ্জ শহরের কাঁঠালবাগিচাস' নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। তিনি বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বৎসর। মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে ১ মেয়ে স্ত্রীসহ অনংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আইনজীবী, সাংবাদিক, চিকিৎসক, শিক্ষক, খেলোয়াড়, প্রশাসনিক কর্মকর্তাসহ সর্বস-রের লোকজন তাঁর বাসভবনে ছুটে যান। এদিন বিকাল সাড়ে ৩টায় চাঁপাইনবাবগঞ্জ কেন্দ্রীয় শশ্মান ঘাটে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষ কৃত্য অনুষ্ঠিত হয়।
তাঁর মৃত্যুতে জেলা আইনজীবী সমিতি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসনত্মপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন।
তাঁর মৃত্যুতে জেলা আইনজীবী সমিতি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসনত্মপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন।
প্রগতিশীল এই মানুষটির মৃত্যুতে চাঁপাইনবাবগঞ্জ নিউজ ডটকম পরিবারের পক্ষ থেকেও গভীর শোক প্রকাশ করা হয়েছে।