জেলাজুড়ে কেবল সম্প্রচার ২ ঘন্টা বন্ধ থাকার পর আবার চালু (আপডেটসহ)

চাঁপাইনবাবগঞ্জ শহরের আবির্ভাব কেবল নেটওয়ার্ক নামের একটি প্রতিষ্ঠান সীলগালা করার প্রতিবাদে মঙ্গলবার রাত থেকে জেলাজুড়ে কেবল সম্প্রচার বন্ধ করে দেয়ার পর প্রশসনের সঙ্গে সমঝোতায় তা আবারও চালু হয়েছে। রাত সাড়ে ১১টার দিকে ইকো চ্যানেল নেটওয়াকের পরিচালক তাজ মোহাম্মদ আশফাক জানান, জেলা প্রশাসনের সঙ্গে তাদের দাবি নিয়ে সমঝোতা হওয়ায় তারা আবারও সম্প্রচারে ফিরে এসেছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা কেবল অপারেটর এ্যাসোসিয়েশন রাতে স'ানীয় স্বপ্নিল কমিউনিটি সেন্টারে সাংবাদিক সম্মেলন করে রাত সাড়ে ৯ থেকে এ সম্প্রচার বন্ধ করে দেয়। সাংবাদিক সম্মেলনে জানানো হয়, সব ধরণে কাগজপত্র ঠিক থাকার পরেও মঙ্গলবার বিকেলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও এনডিসি আব্দুলস্নাহ আল মামুনের নেতৃত্বে আইনপ্রয়োগকারী সংস'া শহরের শিবতলার অবির্ভাব কেবল নেটওয়ার্কে সীলগালা করে দেয়। সীলগালা করে দেয়ার পর ওই প্রতিষ্ঠানকে কোন আইনগত কাগজপত্র দেয়া হয়নি এমনকি মামলাও দায়ের হয়নি। নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুলস্নাহ আল মামুন কোন কথা না শুনেই সীল করে দেয়। সাংবাদিক সম্মেলনে অভিযোগ করা হয়, একটি প্রভাবশালী মহলের ইন্ধনে প্রশাসন প্রতিষ্ঠানটি সীলগালা করেছে। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা কোয়াবের সভাপতি তারেক উদ্দীন আখতার, ইকো চ্যানেল নেটওয়ার্কের পরিচালক তাজ মোহাম্মদ আশফাক, জামাল আবু নাসের, মোতাহার হোসেন বুলু, কোয়াব সহ সভাপতি আব্দুল মান্নান খান, আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক ও আবির্ভাব কেবল নেটওয়ার্কের পরিচালক কবির হোসেন, ফিড অপারেটর এ্যাসোসিয়েশনে সাধারণ সম্পাদক শাহীন আখতার বাবু।
সাংবাদিক সম্মেলনে তাজ মোহাম্মদ আশফাক অভিযোগ করে বলেন, ‘সীলগালা করার পর এনডিসি’র সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আমার (তাজের) নাম জানতে চেয়ে পাল্টা দেখে নেয়ার হুমকী দেন’। তিনি বলেন, অবির্ভাব কেবল নেটওয়ার্ক ফিড হিসেবে ইকো চ্যানেলের হয়ে সম্প্রচার চালিয়ে থাকে। কোন ত্রম্নটি থাকলে ইকো চ্যানেল দায়ী হবে। এজন্য ইকো চ্যানেল বন্ধ করা যেতে পারে। তা না করে আবির্ভাবকে সীলগালা করা হয়েছে’।
আবির্ভাব কেবল নেটওয়ার্কের সীলগালা খুলে না দেয়া পর্যনত্ম অনিদিষ্টকালের জন্য জেলায় কেবল সম্প্রচার বন্ধ থাকবে বলে সাংবাদিক সম্মেলনে জানানো হয়েছিল।