নসিমন করিমন ভুটভুটি চালকদের বিক্ষোভ সমাবেশ
সরকারি নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সড়কে নসিমন করিমন ভুটভুটি চলাচলের অনুমতি দেয়ার দাবিতে সোমবার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে এর মালিক ও চালকরা।
সকালে শিবগঞ্জ, গোমস্তাপুর. নাচোলসহ বিভিন্ন স্থান থেকে নসিমন করিমন ভুটভুটি চালকরা তাদের যানবহন নিয়ে জেলা প্রসাসকের কার্যলয়ের দিকে আসতে থাকলে পুলিশ শহরের বিভিন্ন প্রবেশ পথে বাধা দেয়। পরে বেলা ১১ টার দিকে নসিমন করিমন চালকরা যানবহন ছাড়াই জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে থেকে বিক্ষোভ সমাবেশ করে। এই সময় বক্তব্য রাখেন আলফাজ উদ্দীন, ইসমাইল হোসন. মতিউর রহমান, আব্দুল খালেকসহ বিভিন্ন উপজেলার নসিমন করিমন চালকদের নেতৃবৃন্দ। পরে চালকদের একটি প্রতিনিধিদল জেলা প্রশাসকের কাছে চার দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করে। সমাবেশের আগে তারা কোর্ট বাগান থেকে নিউ মার্কেট এলাকায় বিক্ষোভ মিছিলও করে।
সকালে শিবগঞ্জ, গোমস্তাপুর. নাচোলসহ বিভিন্ন স্থান থেকে নসিমন করিমন ভুটভুটি চালকরা তাদের যানবহন নিয়ে জেলা প্রসাসকের কার্যলয়ের দিকে আসতে থাকলে পুলিশ শহরের বিভিন্ন প্রবেশ পথে বাধা দেয়। পরে বেলা ১১ টার দিকে নসিমন করিমন চালকরা যানবহন ছাড়াই জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে থেকে বিক্ষোভ সমাবেশ করে। এই সময় বক্তব্য রাখেন আলফাজ উদ্দীন, ইসমাইল হোসন. মতিউর রহমান, আব্দুল খালেকসহ বিভিন্ন উপজেলার নসিমন করিমন চালকদের নেতৃবৃন্দ। পরে চালকদের একটি প্রতিনিধিদল জেলা প্রশাসকের কাছে চার দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করে। সমাবেশের আগে তারা কোর্ট বাগান থেকে নিউ মার্কেট এলাকায় বিক্ষোভ মিছিলও করে।

