শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১ মহিলা নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর ছয়ঘরিয়া এলাকায় বুধবার সকালে ট্রলির ধাক্কায় ফুরকানি বেগম (২৫) নামে এক গৃহবধু নিহত হয়েছে। নিহত ফুরকানি বেগম  উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর ছয়ঘরিয়া গ্রামের আব্দুল লতিবের স্ত্রী।
শিবগঞ্জ থানার এস আই আতিক রেজা জানান, সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর ছয়ঘরিয়া গ্রামের আব্দুল লতিবের স্ত্রী ফুরকানি বেগম বাড়ির সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এই সময় বাখরআলী বাজারের দিক থেকে আসা একটি ট্রলি ফুরকানি বেগমকে ধাক্কা দেয়। এতে গুরতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্বজনরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

,