ভূয়া সাংবাদিককে এক বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুরে বিদেশী মদ রাখার অপরাধে মাসুদ রানা নামে এক ভূয়া সাংবাদিককে এক বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্ত মাসুদ রানা মহারাজপুর এলাকার ফিরোজ আহমেদের ছেলে। পুলিশ জানায়, আজ সকালে মহারাজপুর এলাকা থেকে ২ লিটার বিদেশী মদসহ মাসুদ রানাকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট আল মামুন ভূয়া সাংবাদিক মাসুদ রানাকে এক বছরের কারাদন্ড প্রদান করে। তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে জানায় পুলিশ। 

,