রহনপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু’ভায়ের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের গোমসত্মাপুর উপজেলার রহনপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃহস্পতিবার দু’ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন হেসাম উদ্দীন (৩২) ও তার ছোট ভাই রাফিজ উদ্দীন (২৮)।
গোমসত্মাপুর থানার অফিসার ইনর্চাজ ফিরোজ আহমেদ জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রহনপুর তেতুলতলা গ্রামের মৃত নব আলীর ছেলে রাফিজ উদ্দীন (২৮) বাড়ির টিনের চাল মেরামত করার সময়  বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে বাঁচাতে বড় ভাই হেসাম উদ্দীনও (৩২) বিদ্যুতে জড়িয়ে যায়। এ সময় ঘটনাস'লেই দু’ভায়ের মৃত্যু হয়।

,