নাচোল ইউনিয়ন পরিষদের ২০১৪-১৫ অর্থ বছরের বাজেট ঘোষণা


বাজেট ঘোষণা উপলক্ষে মঙ্গলবার সকালে নাচোল ইউনিয়ন পরিষদ চত্ত্বরে উন্মুক্ত বাজেট সভার আয়োজন করা হয়। নাচোল ইউনিয়ন পরিষদ  চেয়ারম্যান ইনায়েতুল্লাহ্’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাজেট উপস্থাপন করেন ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল্লাহ আল মামুন।
এবারের বাজেটে রাস্তা নির্মাণ ও সংস্কার খাত  এবং পানি সরবরাহ খাতকে অগ্রাধিকার দেয়া হয়েছে। 
রাস্তা নির্মাণ ও সংস্কার খাতে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ২১ লাখ টাকা এবং নলকুপ স্থাপন খাতে ১৫ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। এ ছাড়া শিক্ষা খাতে ২ লাখ টাকা, নারীদের হাঁস মুরগী ও গরু ছাগল পালন খাতে ১ লাখ ৫০ হাজার টাকা, দরিদ্র ও আদিবাসীদের মাঝে গরু মোটাতাজ করণ প্রশিক্ষণ ও বিতরণ খাতে ১ লাখ ৫০ হাজার টাকা, নারীদের সেলাই প্রশিক্ষণ ও বিতরণ খাতে ১ লাখ টাকা। বাকী টাকা অন্যান্য খাতে ব্যয় ধরা হয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইউপি সদস্য আসলাম হোসেন, মধুসুদন বর্মন, নাসিম মাহমুদ, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য সোনামনি প্রমুখ।
নাচোল ইউনিয়ন পরিষদের ২০১৪-১৫ অর্থ বছরের জন্য ১ কোটি ৩২ লাখ ৯৯ হাজার ১’শ ৭৩ টাকার  বাজেট ঘোষণা করা হয়েছে।