সদর উপজেলা নারী উন্নয়ন ফোরামের অবহিতকরণ কর্মশালা শুরু

নির্বাচিত নারী সদস্যরা আগের তুলনায় এখন অনেক এগিয়েছেন। তারা এখন নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে অনেক সচেতন। তারা কাজেও অনেক একটিভ। নারী সদস্যরা গ্রামে বাস করা দরিদ্র মানুষের কাজে তারা এখন জোরালো ভ’মিকা রাখছেন।
মঙ্গলবার সকালে ২দিন ব্যাপি নারী উন্নয়ন ফোরামের সদস্যদের অবহিতকরণ কর্মশালায় সদর উপজেলা নির্বাহী অফিসার ড. চিত্রলেখা নাজনীন এ সব কথা বলেছেন। সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত কর্মশালায় উপস্থিত ছিলেন, সদর উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভানেত্রী মহিলা ভাইস চেয়ারম্যান সান্তনা হক। কর্মশালার বিভিন্ন সেশান পরিচালনা করেন, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ইয়াসমিন সুলতানা রুমা, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মাহমুদা খাতুনসহ অন্যান্যরা।
২দিন ব্যাপি এই কর্মশালায় নারী ও নির্বাচিত নারী সদস্যদের করনীয়, অধিকার, আইনগত বিষয়সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
সদর উপজেলা পরিষদ আয়োজিত কর্মশালায় সদর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদ ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাচিত নারী সদস্যরা অংশগ্রহণ করছেন।