অনির্দিষ্টকালের পরিবহন শ্রমিক ধর্মঘটে বিপাকে যাত্রীরা
মহাসড়কে নসিমন করিমন ভটভটিসহ অবৈধ যান চলাচল ও চাঁদাবাজি বন্ধ করাসহ ৬ দফা দাবিতে রাজশাহী বিভাগের অন্যান্য জেলার মত চাঁপাইনবাবগঞ্জ জেলায়ও রোববার সকাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। ধর্মঘটের কারণে সকাল থেকে জেলার আভ্যন্তরীন রুটসহ দুরপাল্ল¬ার সকল রুটে বাস-ট্রাক চলাচল বন্ধ রয়েছে। রাস্তায় শ্রমিক সংগঠনগুলোর কর্মীরা বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে চলাচলকারী অটোরিকশায় ভাংচুর চালায়। ফলে শহরে চলাচলকারী সাধারণ মানুষ পড়ে বিপাকে।
অন্যদিকে এ ধর্মঘটের কারনে সোনামসজিদ স্থলবন্দর থেকে দেশের অভ্যন্তরে পণ্য পরিবহন বন্ধ হয়ে পড়েছে। জেলা বাস মালিক সমিতির সাধারন সম্পাদক হামিদুর রহমান নান্নু এবং জেলা ট্রাক ও মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আইয়ুব আলী জানান, পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ রাজশাহী বিভাগের ৮ জেলায় এই ধর্মঘটের ডাক দিয়েছে। দাবি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত তাদের ধর্মঘট চলবে বলেও জানান তারা।
অন্যদিকে এ ধর্মঘটের কারনে সোনামসজিদ স্থলবন্দর থেকে দেশের অভ্যন্তরে পণ্য পরিবহন বন্ধ হয়ে পড়েছে। জেলা বাস মালিক সমিতির সাধারন সম্পাদক হামিদুর রহমান নান্নু এবং জেলা ট্রাক ও মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আইয়ুব আলী জানান, পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ রাজশাহী বিভাগের ৮ জেলায় এই ধর্মঘটের ডাক দিয়েছে। দাবি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত তাদের ধর্মঘট চলবে বলেও জানান তারা।