চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুরে মাদক দ্রব্য ও অসামাজিক কার্যকলাপ নির্মূল কমিটির সমাবেশ রোববার রহনপুর ষ্টেশন আম বাজার চত্ত্বরে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাদক দ্রব্য ও অসামাজিক কার্যকলাপ নির্মূল কমিটির সভাপতি আশরাফুুল ইসলাম আশরাফ। এতে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের সংসদ সদস্য ও মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বাইরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আখতার মামুন, সহকারী পুলিশ সুপার গোমস্তাপুর সার্কেল আব্বাস উদ্দিন ও আখিউল ইসলাম, অফিসার ইনচার্জ ফিরোজ আহম্মেদ, রহনপুর বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার আব্দুল বাছেদ, বিশিষ্ট সমাজসেবক তারেক আহম্মেদ, যুবলীগ নেতা রাশেদুল ইসলাম প্রমূখ। বক্তারা রহনপুর থেকে মাদক দ্রব্য নির্মূলের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
গোমস্তাপুরে মাদক দ্রব্য ও অসামাজিক কার্যকলাপ নির্মূল কমিটির সমাবেশ অনুষ্ঠিত