বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে আজ বৃহস্পতিবার র‌্যালি ও সমাবেশের মধ্য দিয়ে ১৮৬তম বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে। বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চাঁপাইনবাবগঞ্জ জেলা  ইউনিট এসব কর্মসূচির আয়োজন কের।
সকালে রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যালয় থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় জেলা একইস্থানে শেষ। র‌্যালি শেষে জেলা ইউনিটের ভইস-চেযারম্যান মনিম-উ-দৌলা চৌধুরীর সভাপতিত্ত্বে ও সাধারণ সম্পাদক হাসান মাহমুদ সান্টুর পরিচালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা ইউনিটের নির্বাহী সদস্য খাবির উদ্দিন, আশিক আহমদ ফারুক,জাকির হোসেন পিংকু, যুব প্রধান মাহমুদুর রহমান রোমান,নবাবগঞ্জ সরকারী কলেজের সহকারী অধ্যাপক জিযাউর রহমান,শাহ নেযামতুল্লআহ করেজের প্রভাষক তাজেমুল হক,হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তরিকুল ইসলামসহ অনান্যরা।
র‌্যালি ও সমাবেশে জেলা কমিটির নির্বাহী সদস্যবৃন্দ,আজীবন সদস্যবৃন্দ, যুব রেড ক্রিসেন্ট সদস্যবৃন্দ, জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।