নাটাবের জেলা ও উপজেলা এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত
“যতদিন বাঁচবো-যক্ষ্মাকে রুখবো” এই শ্লোগানকে সামনে রেখে গত বুধবার চাঁপাইনবাবগঞ্জে ও বৃহস্পতিবার শিবগঞ্জে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।
যক্ষ্মা নিয়ন্ত্রণে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি নাটাব এই সভার আয়োজন করে।
বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের সিটি কলেজের পাঠাগার মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ডা. অসিত কুমার সরকার। সাবেক পৌর কাউন্সিলর প্রভাষক মিজানুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় অণ্যান্যেল মধ্যে বক্তব্য রাখেন, সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. এম এ মাতিন, নাটাবের কেন্দ্রীয় প্রতিনিধি আতাউর রহমান। সভায় সিটি কলেজ, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজ ও কারবালা কলেজের ৩০ জন শিক্ষক প্রতিনিধি অংশগ্রহণ করেন।
এ দিকে আজ বৃহস্পতিবার শিবগঞ্জ ডিগ্রী কলেজ মিলনায়তনে আয়োজিত অনুরূপ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তা ডা. সেরাজুল করিম। শিবগঞ্জ ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা, কুশল কুমার বান্ধ্যা ও শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আবু শাহাদাৎ। এতে স্বাগত বক্তব্য রাখেন নাটাবের কেন্দ্রী প্রতিনিধি আতাউর রহমান। সভায় শিবগঞ্জ ডিগ্রী কলেজের ২৫জন শিক্ষক অংশগ্রহণ করেন।
যক্ষ্মা নিয়ন্ত্রণে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি নাটাব এই সভার আয়োজন করে।
বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের সিটি কলেজের পাঠাগার মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ডা. অসিত কুমার সরকার। সাবেক পৌর কাউন্সিলর প্রভাষক মিজানুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় অণ্যান্যেল মধ্যে বক্তব্য রাখেন, সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. এম এ মাতিন, নাটাবের কেন্দ্রীয় প্রতিনিধি আতাউর রহমান। সভায় সিটি কলেজ, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজ ও কারবালা কলেজের ৩০ জন শিক্ষক প্রতিনিধি অংশগ্রহণ করেন।
এ দিকে আজ বৃহস্পতিবার শিবগঞ্জ ডিগ্রী কলেজ মিলনায়তনে আয়োজিত অনুরূপ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তা ডা. সেরাজুল করিম। শিবগঞ্জ ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা, কুশল কুমার বান্ধ্যা ও শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আবু শাহাদাৎ। এতে স্বাগত বক্তব্য রাখেন নাটাবের কেন্দ্রী প্রতিনিধি আতাউর রহমান। সভায় শিবগঞ্জ ডিগ্রী কলেজের ২৫জন শিক্ষক অংশগ্রহণ করেন।