এনজিও ফোরামের প্রকল্প এলাকা পরিদর্শন করছেন নেদারল্যান্ডের উইলিয়াম পিলস্

নাচোলে এনজিও ফোরাম ফর পাবলিক হেল্থের সহযোগিতায় এসেডো কর্তৃক বাস্তবায়িত ও বাস্তবায়সাধীন প্রকল্প এলাকা পরিদর্শন করছেন নেদারল্যান্ডের ইন্টারন্যাশনাল কনসালটেন্ট উইলিয়াম পিলস্। সম্প্রতি তিনি নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নে প্রকল্পের বিভিন্ন দিক পরিদর্শন ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সদস্য, সূধিজন এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি বিশুদ্ধ পানি সরবরাহ, স্বাস্থ্য ও স্যানিটেশন ব্যবস্থা, হোল্ডিং ট্যাক্স আদায়, ইকোসান টয়লেটসহ প্রকল্পের বিভিন্ন দিক পরিদর্শন করেন।
এ দিন বিকেলে নেজামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় অনুষ্ঠানে উইলিয়াম  পিলস ছাড়াও উপস্থিত ছিলেন, মো. শরিফুল আলম, ডেপুটি সেক্রেটারী, মিনিষ্ট্রি অফ পাবলিক এ্যাডমিনিস্ট্রেশন এবং ন্যাশনাল কনসালটেন্ট,এসডিসি যোসেফ হালদার,প্রধান এ্যাডভোকেসী এ্যান্ড ইনফরমেশন সেল ও প্রকল্প সমন্বয়কারী,পি ওয়াশ ইন এইচ টি আর,এনজিও ফোরাম ফর পাবলিক হেল্থ মো. জিয়াউল হক,প্রধান, ফিল্ড অপারেশন, এনজিও ফোরাম ফর পাবলিক হেল্থ, মো. আব্দুস সালাম মিয়া, প্রধান, মনিটরিং এ্যান্ড ইভালুয়েশন, এনজিও ফোরাম ফর পাবলিক হেল্থ, মো. রবিউল হক, আঞ্চলিক ব্যবস্থাপক,এনজিও ফোরাম ফর পাবলিক হেল্থ,রাজশাহী মো. সাবিত জাহান শিশির, প্রোগ্রাম ফ্যানিলেপটটর, এনজিও ফোরাম ফর পাবলিক হেল্থ,রাজশাহী মো. রবিউল আলম. নির্বাহী পরিচালক, এসেডো, মো. সেলিম রেজা, ফিল্ড অফিসার, ডাসকো চাঁপাইনবাবগঞ্জ।
পারস্পারিক ভাল শিখন বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করেন, নাচোল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, নেজামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেনসহ অন্যান্যরা। এ সময় ইউনিয়ন পরিষদের ওপেন বাজেট, ট্যাক্স আদায়, ইকোসান টয়লেট ও দরিদ্র জনগোষ্ঠীকে প্রকল্পের আওতায় আনাসহ ৫টি ভাল শিখন বিষয়ে মতবিনিময় করা হয়।

,