নাচোল প্রতিনিধিঃ “পুলিশ জনতা, জনতাই পুলিশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হলো ওপেন হাউস ডে । রবিবার সকালে চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানা চত্বরে বাংলাদেশ পুলিশ আয়োজিত ওপেন হাউস ডে অনুষ্ঠানে নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি)সানাউল হক এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার বশির আহম্মেদ পিপিএম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ সদর সার্কেল এএসপি আখিউল ইসলাম, গোমস্তাপুর সার্কেলের এএসপি আব্বাস উদ্দিন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাচোল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন,নাচোল ইপি চেয়ারম্যান ইনায়েতুল্লাহ,নেজামপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আওয়াল,নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, নাচোল ডিগ্রী কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান, প্রভাষক শফিকুল আলম আদিবাসী নেতা বিধান সিংহ ,গোপাল কর্মকার প্রমূখ।অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক,ব্যবসায়ীসহ বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নাচোলে ওপেন হাউস ডে পালিত