নাহিদ সিকদারের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ
চাঁপাইনবাবগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাহিদ সিকদারের উপর হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে রোববার সকালে শহরে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রলীগ। সকাল ১১টায় জেলা আওয়ামীলীগ অফিস থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ করে । সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সভাপতি ফাইজার রহমান কনক, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান আরমান প্রমুখ। বক্তারা ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও বিচার দাবি করেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে চাঁপাইনবাবগঞ্জ সরকারী কলেজ গেটে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাহিদ শিকদারকে কুপিয়ে হাত-পায়ের রগ কেটে দেয় দুর্বৃত্তরা। বর্তমানে তিনি ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সদর থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন জানান, ঘটনায় জামায়াত-শিবিরের ২৩ নেতা-কর্মীর বিরুদ্ধে নাহিদ সিকদার নিজেই বাদী হয়ে শনিবার রাতে সদর থানায় মামলা দায়ের করেছেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে চাঁপাইনবাবগঞ্জ সরকারী কলেজ গেটে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাহিদ শিকদারকে কুপিয়ে হাত-পায়ের রগ কেটে দেয় দুর্বৃত্তরা। বর্তমানে তিনি ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সদর থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন জানান, ঘটনায় জামায়াত-শিবিরের ২৩ নেতা-কর্মীর বিরুদ্ধে নাহিদ সিকদার নিজেই বাদী হয়ে শনিবার রাতে সদর থানায় মামলা দায়ের করেছেন।