সোনামসজিদ স্থল বন্দরকে আদর্শ বন্দর হিসেবে গড়ে তোলা হবে --------------------------- নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান

নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, বিএনপি-জামায়াত গনতন্ত্রের নামে অবরোধ আর হরতাল দিয়ে দেশে ধ্বংসাত্মত কর্মকান্ড চালিয়েছে। মানুষ হত্যা করেছে। শতশত মাইল জুড়ে রাস্তার পাশের গাছ নিধন করেছে। যারা এইসব করেছে তাদেরকে জনগণই বিচারের মুখোমুখী দাঁড় করাবে। বাংলার মানুষ সন্ত্রাস চায়না। তারা মানুষ হত্যা পছন্দ করেনা। মন্ত্রী রোববার সকালে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে বন্দর শ্রমিক ও সড়ক পরিবহন মালিক শ্রমিকদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।
চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম রাব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, , চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, জেলা প্রশাসক সরদার সরাফত আলী স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ময়েজ উদ্দিন, পানামা পোর্ট লিংকের ব্যবস্থাপনা পরিচালক মেজর (অবঃ) জাহাঙ্গির হোসেন, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরো বলেন, তিস্তা অভিমুখে বিএনপির লংমার্চ ছিল লোক দেখানো। তিস্তার পানি বিষয়ক সমস্যা নিয়ে সরকার কুটনৈতিক ভাবেই অগ্রসর হবে। সোনামসজিদ স্থলবন্দর সম্পর্কে মন্ত্রী বলেন, সোনামসজিদ স্থল বন্দরকে আদর্শ বন্দর হিসেবে গড়ে তোলা  হবে। শ্রমিকদের মজুরী বৃদ্ধি করার প্রস্তাবনা বিবেচনা করা হচ্ছে এবং শ্রমিকদের জন্য কল্যাণ তহবিল গঠনের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। সোনামসজিদ বন্দরে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য সকলের প্রতি আহবান জানান মন্ত্রী। সেই সঙ্গে সরকারের সঙ্গে চুক্তি দ্রুত বাস্তবায়নের জন্য পানামা পোর্ট লিংক লিমিটেডের কর্তৃপক্ষকে তাগাদা দেন তিনি।
এর আগে তিনি বন্দর এলাকায় স্থলবন্দরের নতুন প্রশাসনিক ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এছাড়া তিনি পানামা পোর্ট লিংক লিঃ মিলনায়তনে বন্দর ব্যবহারকারীদের সাথে মতবিনিয়সভা করেন।
এদিন বিকেলে নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকার আব্বাস বাজারে এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন।