৩ দিন ব্যাপি চলচ্চিত্র উৎসব শুরু

চাঁপাইনবাবগঞ্জে ৩ দিন ব্যাপি চলচ্চিত্র উৎসব শহীদ সাটুহলে শুরু হয়েছে। অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন বিষয়ে মিথস্ক্রিয়া এবং সামাজিক কুপমন্ডুকতার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং উদ্বুদ্ধকরণ কার্যক্রম শীর্ষক কর্মসূচির আওতায় জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস যৌথভাবে এই উৎসবের আয়োজন করেছে।
উৎসবে মুক্তিযুদ্ধ ভিত্তিক, সরকারের উন্নয়নমূলক, স্বাস্থ্য ও স্যানিটেশন, মাদক প্রতিরোধ, তথ্য অধিকার আইন, নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ক, বাল্য বিয়ে, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, জঙ্গিবাদসহ বিভিন্ন বিষয়ক ৯টি চলচ্চিত্র ৩ দিনের উৎসবে প্রদর্শন করা হবে।
সোমবার সন্ধ্যায় এই উৎসবের উদ্বোধন করেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (উপসচিব) আশরাফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. কেএম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌর মেয়র আব্দুল মতিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নজরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার ড. চিত্রলেখা নাজনীন, জেলা তথ্য অফিসার তাজকিয়া আকবারী।