শুন্য থেকে শুরু ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
চাঁপাইনবাবগঞ্জে রোববার শূন্য থেকে শুরু ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সকালে শহরের সাধারণ পাঠাগার মিলনায়তনে ফাউন্ডেশনের সুবিধাভোগি ও সূধী সমাবেশের আয়োজন করা হয়। ওয়াহেদুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রফেসর ড. সিরাজ উদ্দিন, ডা. আবুল হাসান, ডা. ময়েজ উদ্দিন, ডা. ওমর ফারুক, সনাকের সভাপতি এ্যাড. সাইফুল ইসলাম এ্যাড, মিজনুর রহমান, অধ্যক্ষ আতিকুল ইসলাম প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, শূন্য থেকে শুরু ফাউন্ডেশনের পরিচালক ওয়ালিউল আজিম, সচিব আশিকুর রহমান. কবিরুল ইসলাম কবিরসহ অন্যান্যারা।