বর্তমান সরকার চরাঞ্চলের মানুষের জন্য ব্যাপক কর্মসূচি হাতে নিযেছে >চরাঞ্চলে পাকা সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে সাংসদ ওদুদ

চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুুদ বলেছেন, বর্তমান সরকার পিছিয়ে পড়া চরাঞ্চলসহ অবহেলিত এলাকার উন্নয়নে অধিক গুরুত্ব দিয়েছেন। সরকার চরাঞ্চলের যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য ও বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে। এ অঞ্চলের মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে দেশের জাতীয় উন্নয়নে বিশেষ ভূমিকা রাখার ক্ষেত্রে দৃষ্টি দেয়া হচ্ছে। তিনি আজ রোববার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের ইসলামপুর-হায়াতমোড় পর্যন্ত প্রায় ২কোটি টাকা ব্যয়ে ২কিঃমিঃ নতুন পাকা সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. চিত্রলেখা নাজনীন, ইসলামপুর ইউপি চেয়ারম্যান আকতারুজ্জামান টিপু, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সান্তনা হক, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হালিমা খাতুনসহ আ’লীগের স্থানীয় নেতৃবৃন্দ। আব্দুল ওদুদ আরো বলেন, এ পাকা সড়কটি মহানন্দা ২য় সেতুর সংযোগ সড়ক হিসেবে প্রকল্পে অন্তর্ভূক্ত রয়েছে। ইসলামপুরের পোড়া গাঁ-হায়াতমোড় পর্যন্ত এ রাস্তার নির্মাণ কাজ শেষ হলে চরাঞ্চলের স্বপ্নের সেতু’র আন্ষ্ঠুানিকভাবে উদ্বোধন হবে। আগামী কয়েক মাসের মধ্যে এ সেতুর উদ্বোধনের মধ্যদিয়ে চরের ৮টি ইউনিয়নের সাথে জেলা সদরের সরাসরি যোগাযোগ স্থাপিত হবে। সাথে সাথে চরাঞ্চলের আর্থ সামাজিক অবস্থার আমুল পরির্তন ঘটবে বলে আশা প্রকাশ করেন তিনি। এর আগে মহানন্দা ২য় সেতু’র নির্মাণ কাজ পরিদর্শন করেন তিনি।