চাঁপাইনবাবগঞ্জে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও বিদ্যুৎ বিলের জটিলতা নিরশনে স্মারকলিপি প্রদান

মুক্তিযোদ্ধাদের জন্য সরকার কতৃক মওকুফকৃত বিদ্যুৎ বিল স্থানীয় বিদ্যুৎ বিভাগ আদায়ের জন্য নোটিশ করার প্রতিবাদে গতকাল রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করেছেন মুক্তিযোদ্ধারা । সকাল ১০ টা থেকে চলা ঘন্টাব্যাপী মানববন্ধনে চাঁপাইনবাবগঞ্জ জেলার মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে জানানো হয় রাষ্টীয় সম্মানীভাতা প্রাপ্ত শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিল ২০০০ সাল থেকে সরকার মওকুফ করেছেন।  অথচ চাঁপাইনবাবগঞ্জ  পিডিবি মুক্তিযোদ্ধাদের বিদ্যুৎ বিল প্রদানের জন্য নোটিশ দিয়েছে। এমনকি সংযোগ বিচ্ছিন্ন করার কথাও নোটিশে উল্লেখ করা হয়েছে।  মানববন্ধন চলাকালে  বক্তব্য রাখেন, এনামুল হক ফিটু, জাহানার বেগম, নিলুফার ইয়াসমিন প্রমুখ।
মানববন্ধন শেষে বিদ্যুৎ বিল সংক্রান্ত জটিলতা নিরশনসহ ৪ দফা দাবি সম্বলিত স্মারক লিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান মন্ত্রী বরাবর পেরণ করা হয়।

,