আম ও আম থেকে উৎপাদিত পণ্য রপ্তানী সুযোগ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

চাঁপাইবাবগঞ্জে আম ও আম থেকে উৎপাদিত পণ্য  রপ্তানী সুযোগ শীর্ষক সেমিনার আজ মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি‘র  সম্মেলন কক্ষে রপ্তানী উন্নয়ন ব্যুরো রাজশাহী আঞ্চলিক কার্যালয় জাতীয় রপ্তানী প্রশিক্ষণ কর্মসুচী ২০১৩-২০১৪’র আওতায় এই সেমিনারের আয়োজন করে।
সকালে সেমিনারের উদ্বোধন করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. কেএম কামরুজ্জামান সেলিম। বাংলাদেশ ম্যাংগো প্রডিউসর মার্চেন্ট এ্যাসোসিয়েশন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রপ্তানী উন্নয়ন ব্যুরো রাজশাহীর আঞ্চলিক পরিচালক উপ-সচিব মোয়াজ্জেম হোসেন, রপ্তানী উন্নয়ন ব্যুরোর গবেষণা কর্মকর্তা সাইদুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সিনিয়র সহ সভাপতি খাইরুল ইসলাম। সেমিনারে আম উৎপাদন ও রপ্তানী বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন,  চাঁপাইনবাবগঞ্জ উদ্যানত্তত্ব গবেষণা কেন্দ্রের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা শরফ উদ্দিন ও জমির উদ্দিনসহ আম গবেষণা কেন্দ্রের কর্মকর্তাগণ। সেমিনারে জেলায় আম ব্যবসার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ক সংগঠনের শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন। বাংলাদেশে ৫১ হাজার হেক্টর জমিতে ৭ লাখ ৬৬ হাজার ৯’শ ৩০ মেট্রিক টন আম উৎপাদন হয় বলে সেমিনারে জানানো হয়। বিদেশে আম ও আম থেকে উৎপাদিত পণ্য রপ্তানী করে বিপুল পরিমান বৈদশিক মুদ্রা আয় করা সম্ভব বলে উল্লেখ করেন বক্তারা।