উচ্চমূল্য ফসল চাষ বিষয়ক কৃষক প্রশিক্ষণ শুরু

দ্বিতীয় শস্য বহুমুখিকরণ প্রকল্প (এসসিডিপি)র আওতায় ১১ ব্যাচে ২৭৫ জন কৃষকের উচ্চমূল্য ফসল চাষ বিষয়ক প্রশিক্ষণ শুরু হযেছে। মঙ্গলবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রথম ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন করেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপরিচালক মঞ্জরুল হুদা। এ সময় উপস্থিত ছিলেন,  উদ্যানতত্ত্ব বিশেষজ্ঞ আব্দুল মাজেদ, সদর উপজেলা কৃষি কর্মকর্তা ড. এম আজিজুর রহমান, উদ্যান পশিক্ষণ কর্মকর্তা জহুরুল ইসলাম।
আম চাষ, আমের হপার দমন, বেগুনে ফেরোমেন ফাঁদ, গ্রীষ্মকালীন সময়ে টমেটো উৎপাদন, কলার ব্যাগিংসহ উচ্চমূল্যের ফসল উৎপাদনসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আয়োজিত প্রশিক্ষণে প্রতি ব্যাচে ২৫ জন করে নারী ও পূরুষ কৃষক অংশগ্রহণ করছেন।