জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

“গরীবের মামলারভার বহন করে সরকার” এই শ্লোগানকে সামনে রেখে সোমবার চাঁপাইনবাবগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়। এ উপলক্ষ্যে সকাল সাড়ে ৯টায় জেলা জজ আদালতের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। জেলা লিগ্যাল এইড কমিটি আয়োজিত র‌্যালিতে জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ কবিতা খানম, জেলা প্রশাসক সরদার সরাফত আলী, পুলিশ সুপার বশির আহম্মদসহ জেলা জজ আদালত, চীপ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, জেলা প্রশাসন, জেলা আইনজীবী সমিতি, সচেতন নাগরিক কমিটি সনাক, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থা, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটিসহ বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।
বিকালে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা ও দায়রা জজ কবিতা খানম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম, যুগ্ন জেলা জজ ইসমাত আরা খানম, জেলা আইনজীবী সমিতির সভাপতি হাবিবুর রহমান, যুগ্ন জেনারেল সেক্রটারী আকতারুজ্জামান জুয়েল।