স্থানীয় সরকার ব্যবস্থায় নারীর ক্ষমতায়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

স্থানীয় সরকার ব্যবস্থায় জেন্ডার সমতা: নারীর ক্ষমতায়ন ও অংশগ্রঞনমূলক উন্নয়ন পরিকল্পণা ও বাজে বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সিসিডিবি মিলনায়তনে অপরাজিতা: নারীর ক্ষমতায়ন প্রকল্পের আওতায় প্রিপ ট্রাস্ট এই প্রশিক্ষণের আয়োজন করে।
বারঘরিয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের সাবেক নারী সদস্য রেবেকা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর সাকিনা খাতুন পারুল, ফাতেমা থাতুন, প্রিপ ট্রাস্টের সাইদুজ্জামান শিপন, আয়েশা সিদ্দিকা, ফরিদ উদ্দিন। এতে স্বাগত বক্তব্য রাখেন, প্রিপ ট্রাস্ট কেন্দ্রীয় অফিসের জাতীয় অর্থনৈতিক ও প্রশাসনিক কর্মকর্তা শরিফ উদ্দিন ভঁইয়া। প্রশিক্ষণে বিগত ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত শতাধিক নারী প্রার্থী অংশগ্রহণ করেন।