পারিপাশ্বিক স্বাস্থ্য সংরক্ষণ ও খাদ্য তৈরি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে বুধবার পারিপাশ্বিক স্বাস্থ্য সংরক্ষণ ও খাদ্য তৈরি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ও দেশশ্রী উন্নয়ন সংস্থার সহযোগিতায় অঅয়োজিত কর্মশালা আধুনিক সদর হাসপাতালের  সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শফিকুল ইসলামের সভাপতিত্বে  অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন, সিভিল সার্জন অফিসের সিনিয়র হেলথ অফিসার শামশুন নাহার, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা  স্বাস্থ্য কমপে´ স্যানিটেশন ইন্সপেকটার মোসা. তাজকেরাতুন নেসা,সহকারী স্যানিটেশন ইন্সপেকটার উত্তম কুমার ঘোষ প্রমুখ। কর্মশালায় বক্তারা পারিপাশ্বিক স্বাস্থ্য সংরক্ষন,খাদ্য তৈরি ও পরিবেশন বিষয়ক বিভিন্ন পরামর্শ প্রদান করেন।   অনুষ্ঠানে শিক্ষক, মসজিদের ইমাম, সাংবাদিক, সবজি বিক্রেতা ,ক্ষুদ্র ব্যবসায়ীগন উপস্থিত ছিলেন।