গোবরাতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত

চাঁপাইনবাবগঞ্জে বুধবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় ফরিদ উদ্দিন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ফরিদ গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার নুনগোলা মহল্লার মৃত আব্দুল কুদ্দুসের ছেলে।
সদর থানার উপ পরিদর্শক শাহীন জানান, বুধবার সন্ধ্যা ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-রহনপুর সড়কের গোবরাতলা ইউনিয়নের দুখামারি এলাকায় হক পরিবহন (ঢাকা মেট্রো-চ-৮৫১৪) নিয়ন্ত্রণ হারিয়ে বাইসাকেইল আরোহী ফরিদকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়য়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।