মৌ ও নাইসেরর কৃতিত্ব

বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় রবীন্দ্র সঙ্গিত ও নজরুল সঙ্গিতে ক গ্রুপে জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছে সংযুক্তা দাস নাইস। অপর দিকে মৌমিতা দাস মৌ রবীন্দ্র সঙ্গিতে গ গ্রুপে দ্বিতীয় স্থান অধিকার কেরছে। চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সচিব বঙ্কিম চন্দ্র দাস ও মাধুরী চন্দ্র দাস চম্পার কন্যা নাইস  চাঁপাইনবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী ও মৌ একই স্কুলের দশম শ্রেণীর ছাত্রী।
পারিবারিক ঐতিহ্যের পথ ধরে নাইস ও মৌ ইতোমধ্যেই চাঁপাইনবাবগঞ্জের সঙ্গিতাঙ্গনে খ্যাতি লাভ করেছে। তাদের  বাবা একজন সঙ্গিত শিল্পী। তিনি একজন ভাল তবলাবাদকও। চাচা বাদল চন্দ্র দাস রাজশাহীর প্রখ্যাত উচ্চাঙ্গ সঙ্গিতের ওস্তাদ রবিউল হোসাইনের নাম করা ছাত্র ছিলেন এবং তিনি একজন ভাল সঙ্গিত শিল্পী ছিলেন। ভবিষ্যতে ভাল সঙ্গিত শিল্পী হওয়ার জন্য সকলের আশীর্বাদ চেয়েছে নাইস ও মৌ।