পুলিশের প্রীতি ফুটবল খোলা অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের ব্যবস্থাপনায় শনিবার বিকেলে পুলিশ লাইন্স মাঠে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় জেলা পুলিশ বনাম থানা পুলিশ দল অংশগ্রহণ করে। খেলায় জেলা পুলিশ ৬-৩ গোলে থানা পুলিশ দলকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে রেজুয়ান ৩টি, রেজানুর ২টি ও সেলিম ১টি এবং বিজিত দলের পক্ষে আল-মামুন ২টি ও আনিস ১টি গোল করেন। খেলা পরিচালনা করেন- ওয়াহেদুল ইসলাম এবং তাকে সহযোগিতা করেন- হুমায়ন কবির লুকু ও সেলিম শুকরানা পুটু। ম্যাচ সেরা খেলোয়াড়ের পুরষ্কার লাভ করে রেজুয়ান। সমগ্র খেলায় ধারা বর্ণনা দেন এসআই মনির। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরষ্কার বিতরণ করেন, পুলিশ সুপার, বশির আহম্মদ পিপিএম।