বর্ষবরণে প্রস্তুত চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে বর্ষবরণে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নবরূপে সেজে উঠছে চাঁপাইনবাবগঞ্জ শহর। শিল্পীর নিপুণ হাতে রংতুলির আঁচড়ে  নতুন প্রাণ পাচ্ছে শহরের রাস্তাঘাট। ব্যাপ উৎসাহ আর উদ্দীপনায় বর্ষবরণে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কর্তা ব্যক্তিরা ব্যস্ত দিন কাটাচ্ছেন।
জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সকাল ৭ টায় গ্রীণ ভিউ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে জমায়েত ও সকাল ৮টায় বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। আযোজন করা হয়ে, পান্তা-ইলিশ, প্রভাতি সাংস্কৃতিক অনুষ্ঠান ও এবং  বিকেলে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় প্রঙ্গনে ৫দিন ব্যাপি বৈশাখী মেলার উদ্বোধন। এ ছাড়াও, হাসপাতাল, এতিমখানা ও সরকারি শিশু পরিবারে উন্নতমানের খাবার পরিবেশনসহ অন্যান  কর্মসূচি গ্রহণ করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. নজরুল ইসলামকে বিভিন্ন কার্যক্রম তদারকি করতে দেখা গেছে।
জেলা প্রশাসক সরদার সরাফত আলী বলেন, দিবসটি প্রাণবন্ত করতে ব্যাপক প্রস্তুতি গ্রঞন করা হয়েছে।
জেলার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার বশির আহম্মদ পিপিএম।