শিক্ষা অফিসে প্রকাশ্যে সাংবাদিক মাসুমকে পেটালেন সাংসদ ওদুদ

দৈনিক যুগানত্মর ও বিটিভি’র চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমরান ফারম্নক মাসুমকে বৃহস্পতিবার প্রকাশ্যে চড় থাপ্পড় ও কিলঘুষি মেরেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সরকার দলীয় সাংসদ আব্দুল ওদুদ। সদর উপজেলার শিড়্গা অফিসারের কড়্গে কর্মকর্তা ও বহু মানুষের সামনেই শারীরিকভাবে এই লাঞ্ছিত করার ঘটনা ঘটে।
ক’মাস আগে চাঁপাইনবাবগঞ্জ শহরের শিড়্গা প্রতিষ্ঠান মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিড়্গক মারাফুল হকের বিরম্নদ্ধে দাখিল করা নানা অনিয়মের অভিযোগ বিষয়ে বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জে তদনেত্ম আসেন প্রাথমিক ও গণশিড়্গা মন্ত্রণালয়ের সহকারি পরিচালক (বিদ্যালয়) দেবেশ সরকার। অভিযোগগুলো ড়্গতিয়ে দেখতে অবস'ান করেন সদর উপজেলা প্রাথমিক শিড়্গা অফিসারের কার্যালয়ে। প্রত্যড়্গদর্শীরা জানান, ওই সময় সাংবাদিক মাসুম ঘটনাস'লে গিয়ে তদনত্মকারী কর্মকর্তাদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। সাংবাদিক মাসুম বলেন, ‘ আমি আবেগ তাড়িত হয়ে তদনত্মকারী কর্মকর্তাদের প্রশ্ন করি এটা প্রকৃত তদনত্ম নাকি আই ওয়াস। এ নিয়ে দু’ একটি তর্ক হয় মাত্র। এরই মধ্যে এমপি ওদুদ শিড়্গা অফিসারের ঘরে ঢুকেন এবং আমাকে চড় মারার পর এলোপাতাড়ী কিলঘুষি ও লাথি মারতে থাকেন। সেখান থেকে পালিয়ে আমি উপজেলা চেয়ারম্যানের রম্নমে এসে আশ্রয় গ্রহণ করি’।
প্রত্যড়্গদর্শীরা জানান, তদনত্মকারী কর্মকর্তাদের সঙ্গে সাংবাদিক মাসুম তর্কে জড়িয়ে পড়ার পরপরই ওই ঘরে ঢুকেন। তিনি আগে থেকেই উপজেলা পরিষদের একটি অনুষ্ঠানে উপসি'ত ছিলেন। সংসদ সদস্য আব্দুল ওদুদ ঘরে ঢুকেই সাংবাদিক মাসুমকে উদ্দেশ্য করে বলেন, ‘ কত স'ানেই দূর্নীতি হচ্ছে। আর আপনার চোখ শুধু মডেল স্কুলেই পড়ছে’। একথা বলেই তিনি সাংবাদিক মাসুমকে থাপ্পড় মারেন। ওই সময় এমপি’র সঙ্গে থাকা লোকজনও কিল থাপ্পড় মারতে শুরম্ন করেন। এ পর্যায়ে তিনি শিড়্গা অফিসারের ঘর থেকে দৌড়ে উপজেলার চেয়ারম্যানের ঘরের দিকে পালিয়ে যান।
জেলা প্রাথমিক শিড়্গা অফিসার আব্দুস সাত্তার সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিরম্নদ্ধে যে অভিযোগ করা হয়েছিল তার অভিযোগকারীরই অসিত্মত্ব পাওয়া যায়নি’।
এদিকে, সাংবাদিক এমরান ফারম্নক মাসুমকে প্রকাশ্যে পেটানো ঘটনায় চাঁপাইনবাবগঞ্জে কর্মরত সাংবাদিকরা দুপুরে চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাব চত্বরে এ যৌথ সভায় বসে এঘটনার তীব্র নিন্দা জানিয়ে এমপি ওদুদের সংবাদ বর্জনের সিদ্ধানত্ম গ্রহণ করে। সেই সঙ্গে আজ শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সমানে এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন করার কর্মসুচি ঘোষণা করেন।
এ ব্যাপারে, এমপি আব্দুল ওদুদের সঙ্গে যোগাযোগ তিনি চড় মারার বিষয়টি স্বীকার করে বলেন, ‘ মাসুম ভুয়া লোককে দিয়ে অভিযোগ করিয়ে তদনত্মকারী কর্মকর্তাদের সঙ্গে আপত্তিকর আচরণ করছিল। রাগ সংগবরণ করতে না পেরে ওকে একটা থাপ্পড় মেরেছি। আর তাকে সাংবাদিক হিসেবে মারিনি। এটা আমাদের দলীয় ব্যাপার। দলীয় ফোরামেই সুরাহা হবে।