রহনপুর পৌরসভা উপনির্বাচনে গোলাম রাব্বানী বিজয়ী

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার ইয়াসির আরেফিন ফল ঘোষণা করেন।
শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে শহরের ১১
কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সাতজন প্রার্থী মেয়র পদের জন্য লড়াই করেন।
উল্লেখ্য, ৫ জানুয়ারি সংসদ নির্বাচনে পৌর মেয়র, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম মোস্তফা বিশ্বাস সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় ১৩ ফেব্রুয়ারি মেয়র পদ শূন্য ঘোষণা করা হয়।