গাড়ি চালানোর সময় মেবাইল ফোন ব্যবহার না করার আহবান

মহাসড়কে অবৈধ যানচলাচল নিয়ন্ত্রণ, গাড়ি চলানোর সময় চালককে মোবাইল ফোনে কথা থেকে বিরত থাকা, ট্রাফিক আইন মেনে গাড়ি চালানোসহ পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা বৃদ্ধির আহবান জানানো হয়েছে। শুক্রবার চাঁপাইনবাবগঞ্জে পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও জনসচেতনতা বৃদ্ধিমূলক এক সেমিনারে বক্তারা এ আহবান জানান।
সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও জনসচেতনতা বৃদ্ধিমূলক এই সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলাম। বিআরটিএ চাঁপাইনবাবগঞ্জ  অফিসের  সহকারি পরিচালক স্বদেশ কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন ,বিআরটিএ’র মোটর যান পরিদর্শক মো. কামরুজ্জামান, জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু, জেলা মিনিবাস মালিক গ্রুপের সভাপতি মনোয়ারুল ইসলাম ডালিম।
এর আগে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় বিআরটিএ চাঁপাইনবাবগঞ্জ সার্কেল আয়োজিত  একটি বর্ণাঢ্য র‌্যালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের বিভিন্ন প্রদক্ষিণ করে।
কর্মসূচিতে বিআরটিএর কর্মকর্তা-কর্মচারী, ট্রাক ও মোটর মালিক, চালক, শ্রমিক ও শ্রমিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।