নাচোলে উপজেলা কর্মকর্তাদের সাথে মতবিনিময়সভা

বরেন্দ্র এলাকার দরিদ্র জনগোষ্ঠি এবং প্রান্তিক চাষীদের খাদ্য নিরাপত্তা বৃদ্ধি, পুষ্টিহীনতা দূরীকরণ এবং আয়বৃদ্ধিমুলক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা কর্মকর্তাদের সাথে এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।। বৃহস্পতিবার দুপুরে এসেডো-পিএফএলএমবি’র উদ্যোগে নাচোল উপজেলা অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফিয়া আক্তার রুমীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা খাতুন, এসেডো’র নির্বাহী পরিচালক কৃষিবিদ রবিউল আলম, পিএফএলএমবি’র প্রকল্প কর্মকর্তা হাসানুজ্জামান প্রমুখ। উন্নত কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি এবং বরেন্দ্র এলাকার প্রান্তিক চাষীদের আয় বৃদ্ধি ঘটানোর জন্য সকলের সহযোগিতা কামনা করেন্ বক্তারা।