শিবগঞ্জে ট্রাকটর চাপায় এক শিশু নিহত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ-বিনোদপুর সড়কের মনাকষা এলাকায় প্রাকটরে চাপা পড়ে নাহিদ(১০)নামে এক শিশু নিহত হয়েছে। নিহত নাহীদ মনাকষা টোকনার মোড় গ্রামের মোহাম্মদ মিলনের ছেলে। শুক্রবার সকাল ৮টার দিকে এই দূর্ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার এসআই সুদীপ্ত রেজা জানান ও প্রত্যক্ষদর্শীরা জানান, মনাকষা এলাকায় রাস্তা পারাপারের সময় নাহিদকে একটি বাবুভর্তি ট্রাকটর চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। মনাকষা থেকে খাসের হাট গামী ট্রকটরটি নিয়ে চালক পালিয়ে যায়।