কানসাটে ট্রাক-মোটর সাইকেল সংঘর্ষে পিতা নিহত মেয়ে আহত

চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার কানসাটে মঙ্গলবার সন্ধ্যায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী আলাউদ্দীন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের বাজিতপুর নামোটোলা গ্রামের শকুর উদ্দীনের ছেলে। এ ঘটনায় নিহতের মেয়ে সমঋতি (১৮) আহত হন।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান ও স্থানীয় সুত্র জানান, মঙ্গলবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের কানসাট এলাকায় চাঁপাইনবাবগঞ্জ গামী (ঢাকামেট্রো-ট ১৮-২১১১) একটি  ট্রাকের সঙ্গে বিপরিত থেকে আসা মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আলাউদ্দিন ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় নিহতের মেয়ে স্মৃতি (১৮) আহত হন। তাকে রাজশাহী মেডিক্যালজ কলেজ হাসপাতালে পাঠানো হয়।