ভোলাহাটে ভুটভুটি দূর্ঘটনায় আহত-৫

ভোলাহাট রহনপুর সড়কের নিমগাছী নামক স্থানে সোমবার ভুটভুটির সামনের চাকা ভেঙ্গে যাওয়ায় ৫ যাত্রী আহত হয়েছে। জানা গেছে, ভুটভুটিটি রহনপুরহাট থেকে যাত্রী ভর্তি করে ভোলাহাট আসার সময় নিমগাছী নামক স্থানে বিকেল ৫ টার সময় ভুটভুটির সামনের চাকা ভেঙ্গে গেলে যাত্রীরা আছড়ে পড়ে। ফলে উপজেলার গোপিনাথপুর গ্রামের মাজিদের ছেলে সাদ্দাম(২১), ঝাউবোনা গ্রামের নিজামুদ্দিনের ছেলে জিন্নাত(৫০), তার ভাই আব্দুস সালাম(২৫), বাহাদুরগঞ্জ গ্রামের ইসমাইলের ছেলে দূরুল(৩৫), একই গ্রামের আমিনের ছেলে হারুন(২০) কে আহত অবস্থায় দ্রুত ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। আহতদের মধ্যে আব্দুস সালামের অবস্থা আশংকাজনক বলে দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন। তবে এলাকাবাসি বলছেন, ভুটভুটির চালকেরা অদক্ষ এবং প্রতিযোগিতামূলক বেপরুয়া গতিতে ভুটভুটি চালানোর কারণে হরহামেশা দূর্ঘটনার শিকার হতে হয় যাত্রীদের। 

,