সোনামসজিদ পর্যটন মোটেল সংস্কারে দেড় কোটি টাকা বরাদ্দ

গেল বছরের ২৮ ফেব্রæয়ারি মানবতা বিরোধী অপরাধে জামায়াত নেতা দেলোয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষাণার পরপরই সহিংসতায় ক্ষতিগ্রস্থ চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ পর্যটন মোটেল সংস্কারে দেড় কোটি বরাদ্দের ঘোষণা দেয়া হয়েছে। পর্যটন শিল্পকে বিকোশিত করার লক্ষে আধুনিকমানে তৈরী করা সোনামসজিদ পর্যটন মোটেলকে পূর্বের রূপেই ফিরিয়ে নিয়ে আসা হবে। শনিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ নিউজ ডটকমকে এ তথ্য জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক সরদার সরাফত আলী।
গত বছরের ২৮ ফেব্রæয়ারি দুপুরে দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর কানসাট পল্লী বিদ্যুৎ কেন্দ্রে সন্ত্রাসী হামলার চালানোর পর সন্ত্রাসীরা সোনামসজিদ পর্যটন মোটেলেও হামলা চালায় এবং আগুন ধরিয়ে দেয়। ওই দিন সেখানে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের একজন প্রকৌশলী নিহত হয়। এঘটনার পর বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের একাধিক টিমের ঘটনাস্থল পরিদর্শন শেষে শনিবার আবারও ক্ষতিগ্রস্থ পর্যটন মোটেল পরিদর্শন করেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক রাকিব হোসেন। তিনি এ সময় পর্যটন মোটেলের ক্ষতিগ্রস্থ বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। এ সময় তার সঙ্গে ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক সরদার সরাফত আলী। পরিদর্শনকালে কর্পোরেশনের পরিচালক রাকিব হোসেন মোটেলটিকে পূর্বের রূপে ফিরে আনতে সংস্কারের জন্য দেড় কোটি টাকার বরাদ্দের ঘোষণা দেন।
পরে কর্পোরেশনের পরিচালক রাকিব হোসেন চাঁপাইনবাবগঞ্জের ঐতিহাসিক নিদর্শন বাবু ডাইং ঘুরে দেখেন। পর্যটকদের আকৃষ্ট করতে বাবু ডাইংএ ৫টি উন্নতমানের পিকনিক স্পট নির্মাণেরও কথা বলেন।