জামায়াতের হরতাল> তর্তিপুর গঙ্গাস্নান পালন নিয়ে শঙ্কা
বৃহস্পতিবার জামায়াতে ইসলামী হরতাল ডাকায় হিন্দু সম্প্রদায়ের তর্তিপুর গঙ্গাস্নান পালনে শঙ্কা দেখা দিয়েছে। জামায়াতের আমির মতিউর রহমান নিজামীকে চট্টগ্রামের ১০ ট্রাক অস্ত্র মামলার রায়ে মৃত্যুদণ্ড দেওয়ার প্রতিবাদে দলটি এ হরতালের ডাক দেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার তর্তিপুর মহাশ্মশান কমিটি দলটির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলের কাছে লিখিত আবেদন করলেও এখনো এ বিষয়ে কোনো সুখবর মেলেনি।
তর্তিপুর মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক কমল কুমার ত্রিবেদী জানান, শত বছর ধরে ঐতিহ্যবাহী এ গঙ্গাস্নান পালন করে আসছে হিন্দু সম্পদায়ের মানুষ। বৃহস্পতিবার (মাঘী সপ্তমীতে) হিন্দু সম্প্রদায়ের একটি বড় তীর্থস্থান শিবগঞ্জের তর্তিপুরে গঙ্গাস্নানে হাজার হাজার পুণ্যার্থী মিলিত হবেন। কিন্তু হরতালের কারণে এ উৎসব পালন করা নিয়ে আমরা শঙ্কায় আছি।
হিন্দু ধর্মাবলম্বীদের মতে, সাধক জাহ্নমনির ধ্যানের প্রভাবে তর্তিপুর দিয়ে গঙ্গা নদী প্রবাহিত হয়ে আসছে। তখন থেকে বয়ে যাওয়া গঙ্গা নদীর তর্তিপুরে নাটোর, নওগাঁ, রাজশাহী, পাবনা, বগুড়া, জয়পুরহাটসহ দেশের বিভিন্ন স্থান এমনকি ভারত থেকে এ তীর্থস্থানে গঙ্গাস্নান করতে আসে। এখানে গঙ্গা নদীতে পিণ্ডদান-অস্থি নিক্ষেপ ও পূজা-অর্চনা করা হয়।
এ উপলক্ষে কমিটি দিনব্যাপী মেলার আয়োজনও করে। কিন্তু ওইদিন জামায়াত সারাদেশে হরতাল ডাকায় লক্ষাধিক পুণ্যার্থী পড়েছেন বেকায়দায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার তর্তিপুর মহাশ্মশান কমিটি দলটির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলের কাছে লিখিত আবেদন করলেও এখনো এ বিষয়ে কোনো সুখবর মেলেনি।
তর্তিপুর মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক কমল কুমার ত্রিবেদী জানান, শত বছর ধরে ঐতিহ্যবাহী এ গঙ্গাস্নান পালন করে আসছে হিন্দু সম্পদায়ের মানুষ। বৃহস্পতিবার (মাঘী সপ্তমীতে) হিন্দু সম্প্রদায়ের একটি বড় তীর্থস্থান শিবগঞ্জের তর্তিপুরে গঙ্গাস্নানে হাজার হাজার পুণ্যার্থী মিলিত হবেন। কিন্তু হরতালের কারণে এ উৎসব পালন করা নিয়ে আমরা শঙ্কায় আছি।
হিন্দু ধর্মাবলম্বীদের মতে, সাধক জাহ্নমনির ধ্যানের প্রভাবে তর্তিপুর দিয়ে গঙ্গা নদী প্রবাহিত হয়ে আসছে। তখন থেকে বয়ে যাওয়া গঙ্গা নদীর তর্তিপুরে নাটোর, নওগাঁ, রাজশাহী, পাবনা, বগুড়া, জয়পুরহাটসহ দেশের বিভিন্ন স্থান এমনকি ভারত থেকে এ তীর্থস্থানে গঙ্গাস্নান করতে আসে। এখানে গঙ্গা নদীতে পিণ্ডদান-অস্থি নিক্ষেপ ও পূজা-অর্চনা করা হয়।
এ উপলক্ষে কমিটি দিনব্যাপী মেলার আয়োজনও করে। কিন্তু ওইদিন জামায়াত সারাদেশে হরতাল ডাকায় লক্ষাধিক পুণ্যার্থী পড়েছেন বেকায়দায়।